1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। পৌর এলাকায় অবৈধভাবে পরিচালিত এসব ইটভাটা ভেঙে দেওয়া হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে।

ঝিনাইদহের কালীগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা ধ্বংস করেছে যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের একটি টিম। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে পৌর এলাকার শিবনগর ও ইশ্বরবা অঞ্চলে ইটভাটাগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে ধ্বংস করা ইটভাটাগুলো হলো — শিবনগরের এম এম বি এম ব্রিকস, এইচ এম বি এম ব্রিকস এবং ইশ্বরবা এলাকার এ এম বি এম ব্রিকস। এ সময় এস্কেভেটর মেশিন দিয়ে ভাটাগুলোর ইট পোড়ানোর গোল প্রাচীর ভেঙে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডিরেক্টর মুনতাসির রহমান এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, “সরকারি বিধিমালা অনুযায়ী পৌর এলাকার মধ্যে কোনো ইটভাটা পরিচালনা করা নিষিদ্ধ। কিন্তু এসব ভাটা মালিক দীর্ঘদিন ধরে নিয়ম অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছিলেন। এজন্য পরিবেশ রক্ষায় এই অভিযান পরিচালনা করে তিনটি ভাটা নষ্ট করা হয়েছে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অভিযানের খবর এলাকায় প্রশংসার সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা পরিবেশ অধিদপ্তরের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “পৌর এলাকার মধ্যে এসব ইটভাটা থেকে ধোঁয়া ও দূষণে আমাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। প্রশাসনের এ পদক্ষেপে আমরা স্বস্তি পেয়েছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট