
খুলনার দিঘলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ এলাকার চিহ্নিত সন্ত্রাসী কনডম রিপনকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) রাতে উপজেলার ফরমাইশখানা এলাকায় একটি বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহীন, নৌবাহিনীর সহযোগিতায়। এ সময় রিপনের কাছ থেকে একটি ৫.৬ ক্যালিবারের পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কনডম রিপনের বিরুদ্ধে দিঘলিয়া থানাসহ খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল।
স্থানীয়রা জানান, কনডম রিপনের ত্রাসে ফরমাইশখানা ও আশপাশের এলাকাবাসী আতঙ্কে দিন কাটাতেন। তার গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহীন বলেন, “কনডম রিপন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে তাকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের উর্ধ্বে নয়।”
পুলিশ সূত্রে জানা গেছে, আটক সন্ত্রাসী কনডম রিপনের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।