1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় জামায়াতের ৫ দফা দাবিতে গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। মিছিলে বক্তারা শান্তি, কল্যাণ ও কুরআনের বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবিতে গণ মিছিল ও পথসভা করেছে। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে মোড়ল মার্কেটে পথসভার মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীদের স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ও জেলা শূরা সদস্য মাওলানা মুশফিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য খান গোলাম রসুল।

তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় দেশের মানুষের মাঝে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করতে। এজন্য আমাদের সকলকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও আহ্বান জানান, “আগামী জাতীয় নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিয়ে কুরআনের আলোকে বাংলাদেশ গড়ে তুলুন।”

এ সময় তিনি জুলাই শহীদদের স্বীকৃতি প্রদান ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন এবং ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পথসভায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস ও প্রকাশনা সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, ইউনিয়ন আমির মাওলানা দেলাওয়ার হোসাইনসহ স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশে দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের উপস্থিতিতে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট