1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ইন্দুরকানীতে সুপারি পাড়া নিয়ে ভাতিজার দায়ের কোপে চাচা গুরুতর আহত ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও নবগঙ্গা নদী সংস্কারের দাবিতে মানববন্ধন ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তার অনুপস্থিতির সুযোগে চলছে ইলিশ শিকার নিখোঁজ শিশু জিসানকে হত্যার পর মাটিতে পুঁতে রাখা মরদেহ তিন দিন পর উদ্ধার শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির পিরোজপুর-১ গড়ার অঙ্গীকার মাসুদ সাঈদীর ভেনেজুয়েলাকে হারিয়ে জয়ের ধারায় ফিরল আর্জেন্টিনা নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস প্রতারণার অভিযোগে অভিযুক্ত শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিক্ষককে পেটানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

কোরআন অবমাননার প্রতিবাদে দিঘলিয়ায় মানববন্ধন: অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীরা অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি ও ধর্মীয় মর্যাদা রক্ষায় কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।

খুলনার দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে দিঘলিয়া উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র কোরআন শরিফ অবমাননার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) জুম্মার নামাজের পর শুরু হওয়া এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় এলাকাবাসী, ব্যবসায়ী, শিক্ষক, ধর্মীয় নেতা, শিক্ষার্থীসহ হাজারো মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল পবিত্র কোরআন শরিফ অবমাননা করে যে জঘন্য কাজটি করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তারা আরও বলেন, “বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও ধর্মনিরপেক্ষ দেশ—এখানে কোনো ধর্ম বা ধর্মগ্রন্থের অবমাননা জনগণ কখনো মেনে নেবে না।”

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন নিন্দনীয় ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর আইন প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
পাশাপাশি সমাজে ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখতে সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন— মুফতি আজিজুর রহমান, মুফতি মুফাসসির হেদায়তুল্লা, মাওলানা ইয়াকুব হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, মাকসুদুর রহমান, ফয়সাল হাসান এবং মাওলানা বিল্লাল হোসেন প্রমুখ।

বক্তারা এক কণ্ঠে বলেন, “আমরা শান্তি চাই, কিন্তু ধর্ম অবমাননা সহ্য করব না।”

জনতার একটাই দাবি— অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে ধর্মীয় মর্যাদা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং অংশগ্রহণকারীরা সরকারকে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট