1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বেবি বাম্প নিয়ে লাল গালিচায় উপস্থিতি জেনিফার লরেন্স - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

বেবি বাম্প নিয়ে লাল গালিচায় উপস্থিতি জেনিফার লরেন্স

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
জেনিফার লরেন্স
জেনিফার লরেন্স। ছবি: সংগৃহীত

অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। গত মাসে খবরটি প্রকাশের পর থেকেই ভক্তরা তার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। অবশেষে ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীকে দেখা গেল লস অ্যাঞ্জেলেসের হ্যামার মিউজিয়ামে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে তিনি হাজির হয়েছিলেন তার প্রযোজিত তথ্যচিত্র ‘ব্রেড অ্যান্ড রোজেস’-এর প্রিমিয়ারে।

জেনিফার লরেন্স

জেনিফার লরেন্স। ছবি: সংগৃহীত

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা গেছে, জেনিফার লরেন্স ওইদিন কালো রঙের অফ শোল্ডার গাউন পরে লাল গালিচায় উপস্থিত হন। তার বেবি বাম্প আলোকচিত্রীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আগেরবার মা হওয়ার সময় যেমন তার মাতৃত্ব নিয়ে আলোচনা হয়েছিল, এবারও তার নতুন মাতৃত্বের যাত্রা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা গেছে।

জেনিফার লরেন্সের প্রযোজিত এই তথ্যচিত্রের গল্প আবর্তিত হয়েছে তালেবানের শাসনামলে আফগান নারীদের দুঃসহ পরিস্থিতি নিয়ে। সাহরা মানি পরিচালিত এবং লরেন্স, জাস্টিন কিয়ারস্কি ও নোবেলজয়ী মালালা ইউসুফজাই প্রযোজিত এই তথ্যচিত্রটি ২০২৩ সালে কান চলচ্চিত্র উৎসবে ব্যাপক প্রশংসা পায়। তথ্যচিত্রটি ২২ নভেম্বর অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাবে, তবে এর আগে সীমিতসংখ্যক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

জেনিফার লরেন্স

জেনিফার লরেন্স। ছবি: সংগৃহীত

তথ্যচিত্রের মূল বিষয়বস্তু তিন আফগান নারীর জীবনের সংগ্রাম, যা তাদের নিজেদের ধারণ করা ফুটেজ দিয়ে নির্মিত। নির্মাতা সাহরা মানি তালেবান ক্ষমতা নেওয়ার এক মাস আগে আফগানিস্তান ত্যাগ করেন। তার আগের তথ্যচিত্র ‘আ থাউজেন্ড গার্লস লাইক মি’ দেখে জেনিফার লরেন্স এবং জাস্টিন কিয়ারস্কি সাহরার সঙ্গে কাজ করতে আগ্রহী হন।

তালেবান ক্ষমতায় আসার পর আফগান নারীদের প্রতি অবিচারের খবর পড়ার পর লরেন্স ভীষণ হতাশ হন। পিপল ডটকম–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই বিষয়টি নিয়ে কিছু করতে তিনি নিজেকে বাধ্য মনে করেছিলেন। তার ভাষায়, “তালেবান ক্ষমতা গ্রহণের পর নারীদের সঙ্গে যা ঘটেছে, তা মেনে নিতে পারছিলাম না। ‘ব্রেড অ্যান্ড রোজেস’ নির্মাণের মাধ্যমে তাদের জন্য কিছু করতে পেরে স্বস্তি পেয়েছি।”

জেনিফার লরেন্স

জেনিফার লরেন্স। ছবি: সংগৃহীত

২০২২ সালে ‘কজওয়ে’ সিনেমার মাধ্যমে প্রযোজনায় পা রাখেন জেনিফার লরেন্স। এরপর আরও কয়েকটি সিনেমা এবং তথ্যচিত্র প্রযোজনা করেছেন তিনি। লরেন্স জানিয়েছেন, ভবিষ্যতে সিনেমার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে তথ্যচিত্র প্রযোজনার ইচ্ছা রয়েছে তার।

জেনিফার লরেন্স অভিনীত নতুন সিনেমা ‘ডাই, মাই লাভ’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ডার্ক কমেডি ও হরর ঘরানার এই সিনেমার পরিচালক স্কটিশ নির্মাতা লিন রামজি। এতে লরেন্সের সঙ্গে রবার্ট প্যাটিনসনও অভিনয় করেছেন। সিনেমাটির অন্যতম প্রযোজক হিসেবে আছেন মার্টিন স্করসেজি।

ব্যক্তিগত জীবনে মাতৃত্ব এবং পেশাদার জীবনে প্রযোজনার দায়িত্ব একসঙ্গে সামলে জেনিফার লরেন্স নতুন উচ্চতায় পৌঁছেছেন। ভক্তরা তার নতুন সিনেমা এবং তথ্যচিত্রের অপেক্ষায় রয়েছেন, একইসঙ্গে তার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট