1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসাহ বোনাসে কঠোর শর্ত আরোপ করল বাংলাদেশ ব্যাংক ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়ার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন, আধুনিকায়নের পথে বড় অর্জন দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন ঐতিহাসিক দেবীগঞ্জ মুক্ত দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্রেতারা সিদ্ধান্ত বাতিল ও টিও লাইসেন্সের দাবিতে কৃষি সচিব বরাবর স্মারকলিপি পেশ করেছেন।

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও টিও লাইসেন্স প্রদানের দাবিতে মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ।

মানববন্ধনে অংশ নেন ঝিনাইদহ জেলার ছয় উপজেলার বিভিন্ন এলাকার সার বিক্রেতারা। হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে তারা সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার সভাপতি সাইমুর রহমান বাদশা। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাকির হোসেন পান্নু, ব্যবসায়ী সাইদুর রহমান, উজ্জল হোসেন, জিল্লুর রহমান ও হারুন-অর রশিদসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সম্প্রতি কৃষি উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে দেশের খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৪৪ হাজার ব্যবসায়ী, তাদের পরিবার এবং প্রায় ৫ কোটি কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তৃণমূল কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, দেশের কৃষি খাতের টেকসই উন্নয়নের জন্য খুচরা সার বিক্রেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই সরকারকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানান তারা।

পরবর্তীতে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি সচিব বরাবর স্মারকলিপি পেশ করেন বিক্রেতারা। স্মারকলিপিতে তারা সার ব্যবসায়ীদের লাইসেন্স বহাল রাখার এবং টিও লাইসেন্স প্রদান দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট