
ঝিনাইদহের মহেশপুরে জাতির গৌরব, মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে অবস্থিত সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কলেজ ক্যাম্পাস থেকে একটি শোক র্যালি বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফি উদ্দীন। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ছিলেন দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়া এক সাহসী যোদ্ধা। স্বাধীনতার মহান সংগ্রামে তাঁর আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চির অম্লান। বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মের উচিত তাঁর দেশপ্রেম ও ত্যাগ থেকে অনুপ্রেরণা গ্রহণ করা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে।
পরে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি আয়োজন করে সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ।