1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

কালীগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও হর্ণ জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ জন চালককে জরিমানা ও ১২টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এ অভিযান নিয়মিতভাবে চলবে।

ঝিনাইদহের কালীগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”-এর আওতায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যানবাহনে অনুমোদিত শব্দমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ৬ জন চালককে মোট ৫,৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ১২টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এসব ব্যবস্থা নেওয়া হয় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী।

অভিযানটি পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। প্রসিকিউটর হিসেবে দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান। এছাড়া হিসাবরক্ষক আকরাম হোসেন এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে চালক ও সাধারণ জনগণের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শব্দদূষণ শুধু মানবস্বাস্থ্য নয়, পরিবেশের ভারসাম্যকেও নষ্ট করে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযান পরিচালনার ফলে এখন অধিকাংশ যানবাহনে ইলেকট্রিক হর্ণ ব্যবহৃত হচ্ছে এবং হাইড্রোলিক হর্ণের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় জানিয়েছে, “পরিবেশ দূষণকারী ও আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এদিকে স্থানীয় নাগরিক ও চালকরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং শব্দদূষণমুক্ত পরিবেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট