1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

খুলনা-৪ আসনে বিএনপি নেতা পারভেজ মল্লিকের কর্মীদের ওপর হেলালপন্থীদের হামলা, আহত ৫

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
খুলনা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের কর্মীদের ওপর হেলালপন্থীদের হামলার ঘটনা ঘটেছে। রূপসায় এ হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

খুলনা-৪ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালিয়েছে প্রতিদ্বন্দ্বী পক্ষ হেলালপন্থীরা বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে খুলনার রূপসা উপজেলার কাজদিয়া কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন সকালে পারভেজ মল্লিকের অনুসারীরা তার কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের অনুসারীরা অতর্কিত হামলা চালায়।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন শান্ত, শাহজাদা, বুলু, জাহিদুল ইসলাম জাহিদ ও ইমরান শেখ। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শাহজাদার ভাই ও স্থানীয় বিএনপি নেতা শান্ত শেখ এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “যারা গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছিলেন, তাদের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তিনি আরও জানান, “সকালে আমরা পারভেজ ভাইয়ের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ হেলালপন্থি কয়েকজন এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমাদের কর্মীরা বাধা দিলে তারা হামলা চালায়। এতে আমার ভাইসহ পাঁচজন গুরুতর আহত হন।”

এ বিষয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিক বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে কাজ শুরু করেছি। ধানের শীষের পক্ষে কাজ শুরু করা মাত্রই এই হামলা চালানো হয়। এটি স্পষ্টত রাজনৈতিক প্রতিহিংসা।”

তিনি আরও জানান, ঘটনাটি দলীয় হাইকমান্ডকে অবহিত করা হয়েছে, এবং হামলার পেছনে কারা রয়েছে, তা তদন্ত করে দলীয় ও প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

খুলনার রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, “অতর্কিত হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

তিনি আরও জানান, “ঘটনার তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশ বলছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট