1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

আফগানিস্তানের দুর্দান্ত জয়ে সিরিজে সমতা, ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশ অনূর্ধ্ব–১৯

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
রাজশাহীতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ১০২ রানে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। কালাম সিদ্দিকীর ৭১ রান সত্ত্বেও ২৭৬ রানের লক্ষ্য ছুঁতে পারেনি স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১–১ সমতায় ফিরেছে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বুধবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১০২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। ডার্ক লুইস পদ্ধতিতে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে তৃতীয় ম্যাচটি ছিল সিরিজে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় আফগান যুবারা দারুণভাবে ম্যাচ ঘুরিয়ে নিয়ে আসে এবং সিরিজে ১–১ সমতা ফেরায়।

আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে। দলের অধিনায়ক মাহবুব খান অপরাজিত ৬৮ রান করেন, উজাইরউল্লাহ নিয়াজাই ৩১ ও ওসমান সাদাত ২৬ রান যোগ করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও আল ফাহাদ।

২৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে স্বাগতিকরা। ইনিংসের প্রথম দিকেই মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর চতুর্থ উইকেটে কালাম সিদ্দিকী ও রিজান হোসেন দলের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। দুজনের ব্যাটে আসে ৯৩ রানের দারুণ জুটি। রিজান ৫০ বলে ৫৩ রান করে আউট হন। তবে এরপর থেকেই শুরু হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। শেষ ৩৫ রানে হারায় ৭ উইকেট।

একপ্রান্ত আগলে লড়াই করেও দলকে রক্ষা করতে পারেননি কালাম সিদ্দিকী। তিনি ৭৯ বলে ৮ চার ও এক ছক্কায় ৭১ রানের ইনিংস খেলে আউট হন। জাওয়াদ আবরার ২৫ রান করলেও অন্য কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ফলে ৩৭.২ ওভারে ১৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল।

আফগানিস্তানের হয়ে যায়তুল্লাহ শাহীন ৪টি ও ওয়াহিদউল্লাহ জাদরান ৩টি উইকেট শিকার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১–১ সমতায় ফিরেছে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল। সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার, যেখানে দুই দলের সামনে থাকবে সিরিজে এগিয়ে যাওয়ার লড়াই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট