
অকল্যান্ডে চার-ছক্কার বন্যায় ভাসা নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ পর্যন্ত জয় হাসল কিউইরা। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শেষ বলে ছক্কা না আসায় মাত্র ৩ রানে পরাজিত হয় ক্যারিবীয়ানরা।
বুধবার (৬ নভেম্বর) অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ২০৭ রান তোলে নিউজিল্যান্ড। ওপেনার টিম রবিনসন (২৫ বলে ৩৯) ও ডেভন কনওয়ে (২৪ বলে ১৬) ভালো সূচনা দিলেও দলকে বড় স্কোরে পৌঁছে দেন মার্ক চাপম্যান। মাত্র ২৮ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা। তাকে দারুণ সঙ্গ দেন রাচিন রবীন্দ্র (১১) ও ড্যারিল মিচেল (১৪ বলে ২৮)। অধিনায়ক মিচেল স্যান্টনার ৮ বলে অপরাজিত ১৮ রান করে দলকে দুইশ পার করান।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে স্পিনার রোস্টন চেজ ২টি উইকেট নেন।
২৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্র্যান্ডন কিং শূন্য হাতে ফেরেন। এরপর অধিনায়ক শাই হোপ (২৪) ও অ্যালিক আথানাজে (৩৩) কিছুটা ঘুরে দাঁড়ালেও নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি ও স্যান্টনারের ঘূর্ণিতে ধসে পড়ে দলটি।
এক পর্যায়ে ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে সপ্তম উইকেটে রোভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ডের জুটিতে আবারও আশার আলো জ্বলে ওঠে। ২৪ বলে ৬২ রানের জুটিতে ম্যাচে ফেরেন তারা।
শেষ ওভারে ১৬ রান দরকার ছিল ক্যারিবীয়ানদের। নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসনের করা শেষ ওভারের প্রথম ৩ বলেই আসে ১০ রান। চতুর্থ বলে আউট হন পাওয়েল (১৬ বলে ৪৫, ১ চার ও ৬ ছক্কা)। নতুন ব্যাটার আকিল হোসেন ১ রান নেওয়ায় শেষ বলে দরকার পড়ে ৫ রান। কিন্তু শেষ বল থেকে ফোর্ড নিতে পারেন মাত্র ১ রান। ফলে ৩ রানে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের শেফার্ড ১৬ বলে ৩৪ ও ফোর্ড ১৩ বলে অপরাজিত ২৯ রান করেও দলের হার এড়াতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে ইশ সোধি ও মিচেল স্যান্টনার ৩টি করে উইকেট নেন।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১–১ সমতায় ফিরেছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৮ নভেম্বর)।