1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
জামালপুরের দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতি মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। তারা অভিযোগ করেছেন, উদ্দেশ্যমূলকভাবে তাদের নাম সংবাদে প্রচার করা হয়েছে।

জামালপুরের দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতি অভিযোগে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। তারা দাবি করেছেন, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কলাকান্দা নতুন গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে মোঃ সাক্কা বলেন, “আমরা সহজ-সরল কৃষিজীবী মানুষ। জীবিকা নির্বাহ করি কৃষিকাজ করে। কিন্তু আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। গত ৫ নভেম্বর গভীর রাতে প্রতিবেশী মোঃ ইনছার আলী (সুট্টু) মিয়ার ঘরে ডাকাতি সংঘটিত হয়, যেখানে আনুমানিক দুই লক্ষ টাকা লুট হয়। কিন্তু ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও সংবাদে আমাদের নাম প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক।”

তিনি আরও বলেন, “আমরা কখনও কোনো চুরি বা ডাকাতির মতো ঘটনায় জড়িত ছিলাম না। এলাকার মানুষ সাক্ষ্য দিতে পারবেন যে আমরা পরিশ্রমী ও সৎ পরিবার। কিছু প্রতিহিংসাপরায়ণ ব্যক্তি নিজেদের হাত-পা বেঁধে নাটক সাজিয়ে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।”

একই গ্রামের বাসিন্দা মোঃ কালু মিয়া বলেন, “আমি তাদের বহু বছর ধরে চিনি। তারা পরিশ্রমী মানুষ, কোনো অপরাধমূলক কাজে জড়িত নন। মিথ্যা সংবাদ প্রকাশের আমরা তীব্র নিন্দা জানাই।”

এছাড়া মোঃ সাজাহান আলী সাদা বলেন, “এটি প্রতিহিংসামূলক ও পরিকল্পিত একটি ষড়যন্ত্র, যার মাধ্যমে নির্দোষ মানুষকে জড়িয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।”

উল্লেখ্য, গত ৫ নভেম্বর রাত ১টার দিকে মোঃ ইনছার আলী (সুট্টু) মিয়ার ঘরে দুর্বৃত্তরা প্রবেশ করে গরু বিক্রির দুই লক্ষ টাকা লুট করে। তারা ইনছার আলী ও তার স্ত্রীকে হাত-পা বেঁধে মুখে কাপড় বেঁধে ফেলে রেখে যায়। পরদিন সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন।

ভুক্তভোগী পরিবার দাবি করেছে, প্রকৃত অপরাধীদের আড়াল করতে এবং ব্যক্তিগত বিদ্বেষ থেকে তাদের পরিবারের ওপর মিথ্যা অভিযোগ চাপানো হচ্ছে। তারা প্রশাসনের কাছে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট