1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

খুলনার দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসায় দাতা ও আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
খুলনার দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় দাতা ও আজীবন সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৯৭ জন দাতা ও সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

খুলনার ঐতিহ্যবাহী দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এক বিশেষ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “এককালীন দাতা, আজীবন ও সুধী সদস্য সম্মেলন–২০২৫”। শনিবার (৮ নভেম্বর) বাদ যোহর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই সম্মেলনটি দাতা সদস্য ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে মোট ৯৭ জন এককালীন দাতা ও আজীবন সদস্যের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মাদ্রাসার পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ।

মাদ্রাসার সভাপতি কে এম শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরোমণি হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব হযরত মওলানা হাফেজ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর মদিনা মাদ্রাসার মহতামিম আলহাজ্ব হযরত মওলানা ইলিয়াস হুসাইন মাঞ্জুরী।

এছাড়া সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হায়দার আলী মোড়ল, উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি আসাদুল্লাহ হামিদি, ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নিপু, এবং আরও অনেকে।

অনুষ্ঠানে মাদ্রাসার সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম, উপদেষ্টা বজলুর রহমান বাওয়ালী, সমাজসেবক মোল্লা মাকসুদুর রহমান, এবং স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

সম্মেলনে অতিথিরা বলেন, দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে কোরআন, হাদিস ও ইসলামী শিক্ষা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এই মাদ্রাসা সমাজে নৈতিক ও ধর্মীয় চেতনা জাগাতে অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জেলা পর্যায়ে কিরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিনজন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট