
ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠের রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পুকুরিয়া-মোল্লাকোয়া সড়কের বড় খাল মাঠের মধ্যে রাস্তার পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, “আমাদের ধারণা, ওই নারী মানসিক প্রতিবন্ধী হতে পারেন। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
পুলিশের ধারণা, প্রাকৃতিক বা আকস্মিক কারণে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এলাকাবাসী দ্রুত ওই নারীর পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন।