1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

গাছ লাগাই পরিবেশ বাঁচাই: খুলনা–৪ আসনে আজিজুল বারী হেলালের নেতৃত্বে বিএনপির সবুজায়ন কর্মসূচি

মোঃ শহিদুল ইসলাম, দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
খুলনা–৪ আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলালের নেতৃত্বে শুরু হয়েছে ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ সবুজায়ন কর্মসূচি। তেরোখাদা, রূপসা ও দিঘলিয়ায় চলছে পরিবেশবান্ধব এই উদ্যোগে ব্যাপক সাড়া।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা–৪ (রূপসা–তেরোখাদা–দিঘলিয়া) আসনে বিএনপির পক্ষ থেকে শুরু হয়েছে এক অনন্য পরিবেশবান্ধব উদ্যোগ। “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই—একটি বাড়ি একটি গাছ” স্লোগান নিয়ে সবুজায়ন কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

খুলনা–৪ নির্বাচনী এলাকাজুড়ে ইতিমধ্যে স্থানীয় বিএনপির উদ্যোগে ব্যানার, পোস্টার ও প্রচারণামূলক ফেস্টুন টানানো হয়েছে। এসব ব্যানারে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ ও তরুণ সমাজের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। স্থানীয়ভাবে শুরু হওয়া এই কর্মসূচি এলাকার সাধারণ মানুষ ও তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আজিজুল বারী হেলাল বলেন, “পরিবেশ বাঁচানো মানেই জীবন বাঁচানো। একটি গাছ একটি প্রাণ—এই বিশ্বাস থেকেই বিএনপির সবুজ উদ্যোগ।” তিনি আরও বলেন, রাজনৈতিক প্রচারণার পাশাপাশি পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা পালনে বিএনপি জনগণের পাশে থাকবে।

স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য শুধু প্রচারণা নয়, বরং মানুষকে পরিবেশ সচেতন করে তোলা এবং টেকসই উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া।

সবুজায়ন কর্মসূচির পাশাপাশি সেনহাটি বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন আজিজুল বারী হেলাল। সেখানে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নের বিকল্প দিক নিয়ে বক্তব্য রাখেন।

এছাড়া ফরমায়েশ খানায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মনিরুল হক বাবুল, উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, জেলা নেতা শরিফ ইকবাল হোসেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনুসহ আরও অনেকে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লা বিল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মাস্টার আবুল কালাম আজাদ, সাফিউদ্দিন, জাসেদ কবির জুয়েল, আব্দুল্লাহ আল মামুন নিপু, সাজ্জাদ মোল্লা, আরিফুল ইসলাম হাসান, কুদরতে এলাহী স্পিকার, মনিরুল গাজী, বাদশা গাজী, বাকের শিকদার, লাল্টু সেলিম মোড়ল, মামুন রেজা অপু, আলামিন মোল্লা, জনি, টুটুল ও লিটন প্রমুখ।

এ সময় খুলনা জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সবুজ এই উদ্যোগের মধ্য দিয়ে বিএনপি শুধু নির্বাচনী প্রচারণা নয়, বরং পরিবেশবান্ধব সমাজ গঠনের এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে—যা খুলনা–৪ আসনের মানুষের মনে আশার আলো জ্বালিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট