1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে

দিঘলিয়ায় হত্যা ও মাদকের মামলায় পলাতক আসামি জামির পুলিশের হাতে আটক

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় হত্যা ও মাদকের একাধিক মামলার পলাতক আসামি জামির শেখকে যশোর থেকে ধাওয়া করে খুলনার বয়রা এলাকায় আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ। অভিযান পরিচালনা করে পুলিশের চৌকস টিম।

খুলনার দিঘলিয়ায় হত্যা ও মাদকের একাধিক মামলার পলাতক আসামি জামির শেখকে গ্রেপ্তার করেছে দিঘলিয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে ধাওয়া করে খুলনার বয়রা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে দিঘলিয়া থানার পুলিশ সদস্যরা বিশেষ অভিযানে অংশ নেন। পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া সদর ইউনিয়নের দেয়াড়া গ্রামের মৃত জাফর শেখের ছেলে জামির শেখের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। তাকে গ্রেপ্তার করতে দিঘলিয়া থানা পুলিশ কয়েকদিন ধরেই গোপন নজরদারিতে ছিল।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন-এর নির্দেশনায় এসআই জাহিদ হোসেন, এসআই ফিরোজ আলম, এএসআই রুবেল, এএসআই সাদিক, এএসআই তুহিন ও ইমদাদ হোসেনসহ পুলিশের একটি চৌকস টিম যশোর থেকে জামিরকে ধাওয়া করে খুলনার বয়রা এলাকায় তাকে ঘিরে ফেলে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি এইচ এম শাহীন বলেন, “আটক জামিরের বিরুদ্ধে হত্যা এবং মাদকের একাধিক মামলা রয়েছে। সে অনেকদিন ধরেই পলাতক ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সফল অভিযানে তাকে আটক করা হয়েছে।” তিনি আরও জানান, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক কারবারিদের ধরতে দিঘলিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিঘলিয়া ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছেন ওসি শাহীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট