1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

নাটোর ও পাবনায় অভিযান: ৭২ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
নাটোর ও পাবনার তিনটি উপজেলায় যৌথ অভিযানে ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলাকালে দেশি-বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রাজশাহী রেঞ্জের ডিআইজি তথ্য দিয়েছেন।

নাটোর ও পাবনা জেলার তিনটি উপজেলায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিচালিত যৌথ অভিযানে ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দেশি-বিদেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

অভিযান শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ১১টা পর্যন্ত নাটোরের নলডাঙ্গা ও সিংড়া, এবং পাবনার ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সর্বহারা পার্টির দুই সদস্য, অস্ত্রধারীর সহযোগী, নিয়মিত মামলার ২১ জন আসামি, চারজন মাদক মামলার আসামি, ২১ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত, দুইজন সাজা পরোয়ানার এবং ২২ জন সন্দেহভাজন।

পুলিশ অভিযান চলাকালীন ১৩টি দেশি অস্ত্র (ছোরা, হাসুয়া, চাপাতি), একটি বিদেশি অস্ত্র, এক কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়াও নাটোরের শহিদুল ইসলাম নামের একজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও অস্ত্র আইনে আটটি মামলা বিচারাধীন রয়েছে।

রাজশাহী রেঞ্জের পুলিশ জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে পরিবেশ শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী সকলকে গ্রেপ্তার করা, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলই ছিল অভিযানের মূল লক্ষ্য।

অভিযান পরিচালনায় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ)/(ক্রাইম ম্যানেজমেন্ট), জেলা পুলিশ সুপার, সার্কেল অফিসার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তারা মাঠ পর্যায়ে নেতৃত্ব দেন। এছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও রেঞ্জ রিজার্ভ ফোর্সের সদস্যরা অংশ নেন। রেঞ্জ ডিআইজি সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধান করেন।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন, অভিযান পর্যায়ক্রমে রাজশাহীর সকল জেলায় চালানো হবে। উল্লেখ্য, চলতি মাসে রাজশাহীতে পদ্মা নদীর চারটি চর এবং চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয়ের ছয়টি থানায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট