
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের চাকলাপাড়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এ প্রার্থনার আয়োজন করে।
প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা কীর্তন পরিবেশন, গীতা পাঠ এবং বিশেষ আরাধনার মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। তারা বলেন, দেশনেত্রীর সুস্থতা জাতির কল্যাণ ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। তাই ব্যক্তিগত ও সামষ্টিকভাবে সৃষ্টিকর্তার কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বহু ধর্মপ্রাণ নাগরিক অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহ্লাদ সরকার, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপঙ্কর কুমার ঘোষ, সদস্য সচিব বিজন কুমার ঘোষ, যুগ্ম আহ্বায়ক দিবস দেবনাথ, প্রদীপ রায় এবং জেলা আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক নীলকান্ত বিশ্বাসসহ অন্য নেতৃবৃন্দ।
ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে এ প্রার্থনা, যেখানে ভিন্ন ধর্মাবলম্বীরা মিলিত হয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।