1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আসামি বাগেরহাট থেকে গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম আসামি আলম মণ্ডলকে বাগেরহাটের মোল্লাহাট এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। কথাকাটাকাটির জেরে মুরাদকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশে মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম আসামি আলম মণ্ডলকে অবশেষে গ্রেফতার করেছে র‍্যাব-৬। বুধবার সকালে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শশ্বানঘাট এলাকা থেকে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার আলম মণ্ডল ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের মৃত কাজেম মণ্ডলের ছেলে।

র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, মুরাদ হত্যা মামলার পর আলম মণ্ডল বাগেরহাট এলাকায় অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার রাতে ব্যবসায়ী মুরাদের সঙ্গে আলম মণ্ডলের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। তারই জের ধরে শনিবার দুপুরে আলম মণ্ডলের ছেলে সৌরভসহ কয়েকজন মুরাদের ওপর হামলা চালায়। প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে মুরাদকে হত্যা করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পরদিন নিহত মুরাদের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান আসামিরা পলাতক ছিল। র‍্যাবের দ্রুত অভিযানে আলম মণ্ডল গ্রেফতার হওয়ায় তদন্তে নতুন অগ্রগতি পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।

স্থানীয়দের মতে, এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছিল। আসামি গ্রেফতারের ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট