
ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম আসামি আলম মণ্ডলকে অবশেষে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার সকালে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শশ্বানঘাট এলাকা থেকে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার আলম মণ্ডল ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের মৃত কাজেম মণ্ডলের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, মুরাদ হত্যা মামলার পর আলম মণ্ডল বাগেরহাট এলাকায় অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার রাতে ব্যবসায়ী মুরাদের সঙ্গে আলম মণ্ডলের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। তারই জের ধরে শনিবার দুপুরে আলম মণ্ডলের ছেলে সৌরভসহ কয়েকজন মুরাদের ওপর হামলা চালায়। প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে মুরাদকে হত্যা করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পরদিন নিহত মুরাদের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান আসামিরা পলাতক ছিল। র্যাবের দ্রুত অভিযানে আলম মণ্ডল গ্রেফতার হওয়ায় তদন্তে নতুন অগ্রগতি পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।
স্থানীয়দের মতে, এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছিল। আসামি গ্রেফতারের ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।