
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা এবং যশোর আব্দুর রাজ্জাক কলেজের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসান (৫৬) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মরহুম ড. আক্তার হাসান আড়পাড়া গ্রামের আলহাজ্ব শফিউদ্দিনের পুত্র এবং আমারদেশ পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি টিপু সুলতানের মেঝো ভাই। তাঁর মৃত্যুতে স্থানীয় শিক্ষক সমাজ, গণমাধ্যমকর্মী ও শুভান্যুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১০টায় কালীগঞ্জ শহরের আড়পাড়ায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে কোটচাঁদপুর উপজেলার নওদা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমের জানাজায় শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। শিক্ষা অঙ্গনে এবং সামাজিক পরিমণ্ডলে তাঁর অবদান স্মরণ করে অনেকেই শোক প্রকাশ করেন।