1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাইফুল ইসলাম ফিরোজসহ স্থানীয় বিএনপি নেতাদের অংশগ্রহণে দোয়া ও মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে এলাকাবাসীর পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। তিনি বলেন, “গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্যের জন্য আমাদের প্রত্যেকের আন্তরিকভাবে দোয়া করা উচিত, যেন তিনি সুস্থ হয়ে আবারও দেশের নেতৃত্ব দিতে পারেন।”

তিনি আরও বলেন, নানা বাধা-বিপত্তি সত্ত্বেও বেগম খালেদা জিয়া দেশের মানুষের কল্যাণ ও গণতন্ত্রের জন্য দৃঢ়চেতা ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশের প্রতি তাঁর এই আত্মত্যাগ ও অঙ্গীকার নতুন প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে থাকবে। তাই সকলের উচিত তাঁর সুস্থতা কামনায় সদা দোয়া করা এবং মানবিক পাশে থাকা।

দোয়া মাহফিল শুরুর আগে এতিম শিশুদের মাঝে দুটি ছাগল বিতরণ করা হয়, যা মানবিক উদ্যোগ হিসেবে উপস্থিতদের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, ডা. নূরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান স্বপন, জবেদ আলী, আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ মিরাজ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন। গোটা অনুষ্ঠানে ছিল আধ্যাত্মিক আবহ, যা মানবিক ঐক্য ও রাজনৈতিক ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট