1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল

আসন্ন জাতীয় নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে: ঝিনাইদহ জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে না। কালীগঞ্জে মতবিনিময় সভায় তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা, উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানান।

ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেছেন, “বিগত দিনের মতো আর নির্বাচন হবে না। এবারের জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনকালে কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনও প্রকার ছাড় দেওয়া হবে না। নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন কঠোর ভূমিকায় থাকবে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সরকারী কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রশাসন, নিরাপত্তা, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা প্রতিরোধ, ডেঙ্গু, শিক্ষা উন্নয়ন ও দুর্নীতি দমন বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

জেলা প্রশাসক বলেন, উপজেলাব্যাপী সরকারি সেবা যাতে থেমে না থাকে, সে জন্য প্রতিটি সরকারি বিভাগের কর্মকর্তাকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। উন্নয়নমূলক কাজ, জনসেবা এবং প্রশাসনিক কার্যক্রমে অনিয়ম বা অবহেলা কোনভাবেই বরদাস্ত করা হবে না। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা উন্নয়নে সরকার সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

সভায় পরিচিতি পর্ব শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম কালীগঞ্জ উপজেলার সার্বিক চিত্র স্লাইড প্রদর্শন করেন। এরপর মতবিনিময় সভায় বক্তব্য দেন নবাগত ওসি জেল্লাল হোসেন, ঝিনাইদহ-৪ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আবু তালিব, বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুরশিদা জামান বেল্টু, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, আনোয়ারুল ইসলাম রবি, মাহবুবুর রহমান মিলন, ইসরাইল হোসেন, গণ অধিকার পরিষদের ইকবাল জাহিদ রাজনসহ সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা পরিষদের কর্মকর্তারা।

সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা উন্নয়ন, শিক্ষা খাতে মানোন্নয়ন এবং দুর্নীতি প্রতিরোধে একযোগে কাজ করার প্রত্যয়ের কথা ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট