1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল বাংলাদেশ-পাকিস্তান আঞ্চলিক জোট: ইসলামাবাদ ‘উন্মুক্ত’ হওয়ার ইঙ্গিত দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পরিকল্পনা প্রকাশ তানোরে নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু খুলনায় বিএনপি নেতা গাজী এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৫১ রানে হারিয়ে সিরিজে ১–১ সমতা করেছে। কুইন্টন ডি ককের বিধ্বংসী ইনিংস ও ভারতের শেষ মুহূর্তের ব্যর্থতা ম্যাচের মূল পরিপ্রেক্ষিত।

নিউ চণ্ডীগড়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৫১ রানে হারিয়ে সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে। ভারতের জন্য লক্ষ্য ছিল ১৮ বলে ৭২ রান, যা অসম্ভব মনে হলেও তিলক বর্মা এবং জিতেশ শর্মা শেষ দিকে ঝড়ো ব্যাটিং করে কিছু আশা সৃষ্টি করেছিলেন। চার বলেই ভারতের সংগ্রহে আসে ১৫ রান, এবং হাতে ছিল ৫ উইকেট।

তবে শেষ পর্যন্ত ভারতের ব্যাটিং লাইনে ধস নামে। মাত্র ৫ রানের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ভারত থেমে যায় ১৬২ রানে, পাঁচ বল বাকি থাকতেই। দক্ষিণ আফ্রিকা জয়ের পথে ছিল আরও দৃঢ়।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ২১৩/৪ রান তোলে। ওপেনার কুইন্টন ডি কক খেলেন বিধ্বংসী ইনিংস—৪৬ বলে ৯০ রান, ৫ চার ও ৭ ছক্কায় সাজানো। শেষ দিকে ডোনোভান ফেরেইরা (৩০)* এবং ডেভিড মিলার (২০)* বড় সংগ্রহ যোগ করেন।

জবাবে ভারতের ব্যাটিংয়ে একমাত্র তিলক বর্মা ৩৪ বলে ৬২ রানের আকর্ষণীয় ইনিংস উপহার দেন। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে জিতেশ শর্মার ২৭ রানের ব্যাট থেকে। ১৮তম ওভারে জিতেশ আউট হওয়ার পর ভারতের ব্যাটিং লাইনে ধস নেমে আসে। পরের ওভারে ওটনেইল বার্টমান একাই তুলে নেন শিবম দুবে, অর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তীর উইকেট। শেষ ওভারের প্রথম বলেই তিলক আউট হলে ভারতের ইনিংস শেষ হয়।

পরবর্তী ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচ হবে ১৪ ডিসেম্বর ধর্মশালায়।

সংক্ষিপ্ত স্কোর:

  • দক্ষিণ আফ্রিকা: ২১৩/৪ (কুইন্টন ডি কক ৯০, ফেরেইরা ৩০*; বরুণ ২/২৯)

  • ভারত: ১৬২ (তিলক ৬২, জিতেশ ২৭; বার্টমান ৪/২৪)

  • ফলাফল: দক্ষিণ আফ্রিকা ৫১ রানে জয়ী

  • ম্যান অব দ্য ম্যাচ: কুইন্টন ডি কক

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট