
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি আম গাছের নিচু ডাল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার গাজির বাজার এলাকা থেকে প্রতাপ কুমার (২৫) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত প্রতাপ কুমার গাজির বাজার কালাপাড়া গ্রামের প্রেম কুমারের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার সকালে গাজির বাজারের মাঝামাঝি একটি আম গাছের নিচু ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় প্রতাপ কুমারকে ঝুলতে দেখে এলাকাবাসী। বিষয়টি নজরে আসতেই তারা দ্রুত কোলা বাজার পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, প্রতাপ কুমারের গলায় ফাঁস দেওয়া থাকলেও তার পা দুটি মাটিতে স্পর্শ করছিল। আম গাছটির ডালও ছিল তুলনামূলকভাবে নিচু। এই অস্বাভাবিক দৃশ্যের কারণে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে কোলা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমির বলেন, “আমি ঘটনাস্থলে আছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।” পুলিশ জানায়, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।