1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানি ফেরত প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে ইসির অনুমতি লাগতে পারে, প্রয়োজনে আচরণবিধি সংশোধন বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে বড় অগ্রগতি, ৬৬ হাজার ১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ জুলাই শহীদ পরিবারের পাশে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন ত্রয়োদশ সংসদ নির্বাচন: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামায়াত প্রার্থী আবু তালেব লনার দিঘলিয়ার সুগন্ধি গ্রামের কৃতী সন্তান অধ্যাপক গোলাম মোস্তফার বর্ণাঢ্য জীবনের অবসান কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আমন্ত্রণ, থানায় অনুপস্থিত নবাগত ওসি বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে

তোপধ্বনির মাধ্যমে মুন্সীগঞ্জে পালিত হলো মহান বিজয় দিবস ২০২৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে শহীদ স্মরণ, পুষ্পস্তবক অর্পণ, জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠান ও দোয়া-মোনাজাতসহ।

মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। সকালেই মুন্সীগঞ্জ শহরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম (পিপিএম), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সরকারি হরগঙ্গা কলেজের অধ্যাপক নাজমুন নাহার পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও মুন্সীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

দুপুর ১২টায় বিএনপি মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন তার নেতাকর্মীদের নিয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষও শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজয় দিবস উপলক্ষে সকাল ১০টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি সম্মান জানিয়ে সালাম প্রদান করা হয়। বক্তারা রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চিরস্থায়ী মর্যাদা এবং জাতির হৃদয়ে অম্লান হয়ে থাকা এই বিজয়ের তাৎপর্য তুলে ধরেন।

মুন্সীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একযোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং দেশপ্রেমের চেতনা পুনঃজাগরণের মাধ্যমে স্বাধীনতা রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট