1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মহেশপুরে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা হামিদুর রহমান রানার সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রক্টরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কবির হোসেন জয়
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রক্টরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীরের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা “আলমগীর কবীরের দুই গালে, জুতা মারো তালে তালে,” “ফ্যাসিবাদের দালালেরা হুশিয়ার সাবধান,” এবং “মদদদাতাদের ক্যাম্পাস থেকে বের করে দাও”সহ বিভিন্ন স্লোগান দেন।

ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী জোবায়ের শাবাব বলেন, “শিক্ষার্থীদের ওপর হামলার মদদদাতা কোনো শিক্ষক ক্যাম্পাসে প্রবেশ করলে আমরা কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেব। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের পুনর্বাসিত করতে চায়, শিক্ষার্থীরা প্রশাসনের বিরুদ্ধেও আন্দোলনে নামবে।”

তিনি আরও বলেন, “১৫ জুলাইয়ের হামলায় আহত শিক্ষার্থীরা এখনও বেদনার ভার নিয়ে চলছেন। অথচ অভিযুক্ত শিক্ষকরা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন। প্রশাসনের পক্ষপাতিত্ব মেনে নেওয়া হবে না।”

গত ১৫ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীরকে মদদদাতা হিসেবে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী আশুলিয়া থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিক্ষোভকারীরা স্পষ্ট করে বলেছেন, “যদি প্রশাসন অভিযুক্ত শিক্ষকদের পুনর্বাসনের চেষ্টা চালায়, তাহলে শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজনে অভিযুক্তদের জুতার মালা পরিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হবে।”

এই ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত বলে জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট