1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মেহেদী হাসান
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জে একটি বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা প্রায় ১৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ শাড়ি, চাদর, থ্রি পিস এবং লেহেঙ্গা জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, শুল্ক ফাঁকি দেয়া অবৈধ ভারতীয় পণ্যের একটি চালান নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে পাগলা কোস্ট গার্ড স্টেশন থেকে ঢাকা রুটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, অভিযানের সময় ফতুল্লা শিবু মার্কেট সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক ট্রাককে থামার সংকেত দেয়া হয়। কিন্তু ট্রাকটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ট্রাকটিকে ধাওয়া করে আটক করে।

ট্রাকটি তল্লাশি করে কোস্ট গার্ড ৫ হাজার ৩৩৮ পিস শাড়ি, ১ হাজার ২৪৫ পিস চাদর, ১৮৬ পিস থ্রি পিস এবং ২৯ পিস লেহেঙ্গাসহ ট্রাকটি জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ কোটি ৪ লাখ ৮৭ হাজার টাকা।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত পণ্য এবং ট্রাকের চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট