চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি নির্ধারিত মূল্য অমান্য করে অতিরিক্ত দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার জন্য দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান চালায়।
এ সময়, মেসার্স জামাল ব্রাদার্সকে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, শাহমিরান ফার্মেসি-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী পরিচালক নুর হোসেন জানান, বাজার তদারকির সময় আরও বেশ কয়েকটি দোকান, চাল ও আলুর আড়ৎ, বীজ ও সার বিক্রেতা এবং ফার্মেসি তদারকি করা হয়। অভিযানে হাজীগঞ্জ থানার পুলিশ বাহিনীর সহযোগিতা পাওয়া যায়।
সহকারী পরিচালক আরও জানান, ভোক্তার স্বার্থ রক্ষায় এবং বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। অভিযানে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।