হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন ছাত্রলীগ নেতা ফুয়াদ। রবিবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ কুদরত-এ খুদা একাডেমিক ভবনের সামনে এ ঘটনাটি ঘটে।
শিক্ষার্থীদের অভিযোগ, ফুয়াদ, যিনি কৃষি অনুষদের ১৯ ব্যাচের শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পক্ষে অবস্থান নেন এবং আন্দোলনের সঙ্গে সম্পর্কিত নানা প্রশ্ন তোলেন। তাদের মধ্যে একটি প্রধান অভিযোগ ছিল, “কাদের ইন্ধনে এবং সহযোগিতায় আবাসিক হলগুলোতে অস্ত্র ওঠানো হয়েছে?”
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে কোতয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা জানান, “আমরা সবার সহাবস্থান চাই, এবং নিরপরাধ কেউ যেন জুলুমের শিকার না হয়। তার নিরাপত্তা নিশ্চিত করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে।”
এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে একদিকে প্রশাসন ফুয়াদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে, অন্যদিকে শিক্ষার্থীরা তার কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।