1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
র‌্যাব বিলুপ্তির অঙ্গীকার এনসিপির, আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কারের ঘোষণা জুলাই ঘোষণাপত্র উপস্থাপনায় ঢাকায় ৮ জোড়া বিশেষ ট্রেন, ব্যয় ৩০ লাখ টাকা ঝিনাইদহে টানা বৃষ্টিতে ৭ হাজার ৫০০ হেক্টর ফসলি জমি পানির নিচে ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মহেশপুরে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা হামিদুর রহমান রানার সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ

আয়নাঘরের ভয়াল চিত্র আর্টওয়ারে প্রতিফলিত: নাহিদ ইসলাম

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় নিজের অভিজ্ঞতা ও আয়নাঘরের ভয়াবহতার কথা তুলে ধরেন। তিনি জানান, গুম এবং নিপীড়নের সেই মর্মান্তিক অভিজ্ঞতা এখনও ভুক্তভোগীরা প্রকাশ করতে চান না, কারণ তা তাদের কাছে চরম ভীতিকর।

নাহিদ ইসলাম বলেন, “আয়নাঘর, যেখানে মানুষকে গুম করা হতো, সেখানকার ২৪ ঘণ্টার অভিজ্ঞতা আমারও আছে। আমি থেকেছি সেই রুমটায় এবং দেখেছি দেয়ালে তাদের লেখা, যারা দীর্ঘদিন ধরে সেখানে বন্দি ছিলেন।” তিনি আরও বলেন, গত ১৫-১৬ বছরের নিপীড়নের ভয়াবহ গল্পগুলো এতটাই তীব্র যে ভুক্তভোগীরা সেগুলো প্রকাশ করতে ভয় পান।

তিনি জানান, গুমের শিকার হওয়া মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গুম কমিশনে এখন পর্যন্ত প্রায় ১৬শয়ের মতো আবেদন জমা পড়েছে, যা বেড়ে পাঁচ হাজারে পৌঁছাতে পারে। নাহিদ ইসলাম বলেন, “এই অভিজ্ঞতাগুলো আমাদের রাষ্ট্র একেবারেই এড়িয়ে গেছে। আমরা এই কথাগুলো প্রকাশ করতে পারিনি।”

আলোচনায় নাহিদ ইসলাম বলেন, জনগণের নিপীড়নের গল্প এখন আর্টওয়ার এবং গ্রাফিতির মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তিনি বলেন, “বিগত রেজিমের নিপীড়নের অভিজ্ঞতা শিল্পীরা তাদের কাজের মাধ্যমে তুলে আনছেন। মেইনস্ট্রিম পত্রিকাগুলোতেও তখন কার্টুন আঁকা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু দেয়াল লিখন এবং আর্টওয়ার আমাদের আন্দোলনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

তিনি জানান, এই শিল্পকর্মগুলো সংরক্ষণের পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে মানুষ কী বলতে চেয়েছিল এবং কী বলতে চায় তার যথাযথ উপাদান পাওয়া যায়।

“বিদ্রূপ ও উপহাসের রাজনীতি: জুলাই বিদ্রোহের সময় কার্টুন ও গ্রাফিতি” শীর্ষক এই আলোচনাসভায় মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাভিন মুরশিদ।

বক্তারা বিদ্রূপ ও গ্রাফিতির রাজনৈতিক গুরুত্ব এবং নিপীড়নের গল্প তুলে ধরার প্রয়াসকে প্রশংসা করেন। তাদের মতে, শিল্পকর্ম নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে এবং ইতিহাস সংরক্ষণে ভূমিকা রাখে।

আলোচনাসভায় বক্তারা অতীতের নিপীড়ন ও গুমের ঘটনাগুলো নথিভুক্ত ও সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন। জনগণের অধিকার এবং অভিব্যক্তির স্বাধীনতা নিশ্চিত করতে আর্টওয়ার ও দেয়াল লিখনের মতো বিকল্প মাধ্যমকে শক্তিশালী করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট