1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

দেশের প্রথম এ গ্রেড প্রাপ্তবয়স্কদের সিনেমা ‘ভয়াল’ মুক্তি পেয়েছে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
ভয়াল

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে একটি নতুন অধ্যায় শুরু করেছে বিপ্লব হায়দারের পরিচালিত সিনেমা ‘ভয়াল’। এটি দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডের সার্টিফিকেশন পেয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি ইতোমধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছে।

গত বছরের ২৯ নভেম্বর শুরু হয়েছিল ‘ভয়াল’-এর শুটিং। এক বছর পর একই দিনে মুক্তি পেয়ে কাকতালীয়ভাবে সিনেমাটি দর্শকদের সামনে আসে। মুক্তি উপলক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে সিনেমাটি নিয়ে সাড়া ফেলে দেন নির্মাতা ও সংশ্লিষ্টরা।

‘ভয়াল’ পরিচালনা করেছেন তরুণ নির্মাতা বিপ্লব হায়দার। যদিও এটি তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা, তবে তিনি এর আগে ‘আলী’ নামে আরেকটি সিনেমা নির্মাণ করেছেন। তবে ‘ভয়াল’ই আগে মুক্তির সুযোগ পায়।

বিপ্লব হায়দার বলেন, “অনেক সিনেমা অনেক কিছুর প্রতিশ্রুতি দিলেও প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের হতাশ হতে হয়। আমার বিশ্বাস, ‘ভয়াল’ দর্শকদের হতাশ করবে না।”

সিনেমাটির প্রযোজক আশিকুর রহমান, যিনি সিনেক্রাফট ক্রিয়েশনসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন, জানান এটি নির্মাণে সকলেই আন্তরিকভাবে কাজ করেছেন।

সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। তিনি বলেন, “এটি এমন একটি গল্প যেখানে বাবা-মা, বোন এবং পরিবারের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আমার চরিত্রটি গ্রামের সাধারণ একজন মানুষের। শুরু থেকে দর্শক চরিত্রটিকে একভাবে দেখবেন, কিন্তু শেষে অন্যভাবে উপলব্ধি করবেন। চরিত্রটির ইথিক্সই একে আলাদা করেছে।”

অভিনেতা শওকত সজল নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, “আমি কামাল নামে সমাজের একজন অসৎ লোকের চরিত্রে অভিনয় করেছি। এটি কমেডি ধাঁচের হলেও চরিত্রটির গভীরতা দর্শকদের মন ছুঁয়ে যাবে।”

সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী আইশা খান। ইরফান ও আইশা দুজনেই সাত বছর পর বড় পর্দায় ফিরেছেন।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশা, পারভেজ সুমন, ইকবালসহ আরও অনেকে।

‘ভয়াল’ একটি পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটে নির্মিত। এতে প্রেমের গল্প যেমন রয়েছে, তেমনি পরিবার ও নৈতিকতার টানাপড়েনও ফুটে উঠেছে। নির্মাতা ও অভিনেতাদের মতে, প্রতিটি চরিত্রই দর্শকদের জন্য দেখার মতো।

বিপ্লব হায়দারের আরেকটি নির্মিত সিনেমা ‘আলী’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘ভয়াল’-এর সাফল্যের পর ‘আলী’ দর্শকদের মধ্যে আরও আগ্রহ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

প্রথম এ গ্রেড প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে ‘ভয়াল’ চলচ্চিত্র জগতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর গল্প, অভিনয়শিল্পীদের পারফরম্যান্স এবং নির্মাণশৈলী দর্শকদের মন জয় করতে সক্ষম হবে বলেই আশা করা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট