1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

সাকিব আল হাসানের ওয়ানডে ক্যারিয়ার অনিশ্চিত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
সাকিব আল হাসান

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর ঘোষণা করেছেন সাকিব আল হাসান। তবে ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি, বিশেষ করে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। কিন্তু সেই ইচ্ছা বাস্তবায়নের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে সাকিবকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে সাকিবের নাম নেই। বোর্ডের নির্দেশনার ভিত্তিতেই নির্বাচকরা তাঁকে বাদ দিয়েছেন। সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, সাকিব এই সিরিজে খেলার জন্য বিসিবির কাছে কিছু শর্ত দিয়েছিলেন। তবে বিসিবি সেসব শর্ত মেনে নেয়নি, ফলে সাকিবও সিরিজে খেলার সম্ভাবনা নাকচ করেছেন।

বিসিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, “আমাদের মনে হয়েছে সাকিবের মানসিক স্থিতি এই মুহূর্তে খেলার উপযোগী নয়। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা এক নয়। তাই সাকিবের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলাটাই সবার জন্য ভালো।”

এর আগে শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজেও খেলার সিদ্ধান্ত নেননি সাকিব। বিসিবি সভাপতি ফারুক আহমেদ তখন বলেছিলেন, “দেশে শেষ টেস্ট খেলতে না পারার পর থেকে সাকিব নিজেকে খুব একটা প্রস্তুত করতে পারেননি।”

সাকিব আল হাসান সম্প্রতি কিছু রাজনৈতিক ও আর্থিক বিতর্কে জড়িয়ে পড়েছেন। আওয়ামী লিগ সরকারের পতনের পর হত্যা মামলায় তাঁকে আসামি করা হয়েছে। শেয়ার কারসাজির অভিযোগে তাঁকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তাঁর ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এই অবস্থায় সাকিব বিসিবির মাধ্যমে সরকারের কাছে নির্দিষ্ট শর্তে দেশে খেলার ও বিদেশ ভ্রমণের নিশ্চয়তা চেয়েছিলেন বলে শোনা যাচ্ছে। তবে বিসিবি এই দাবি নাকচ করেছে।

সাকিবের ইচ্ছা ছিল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়া এবং চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলা। তবে বর্তমান পরিস্থিতি এবং বিসিবির মনোভাব দেখে মনে হচ্ছে, তাঁর এই ইচ্ছা বাস্তবায়িত হওয়া অনিশ্চিত। বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা না করলেও সাকিবের বাদ পড়া প্রায় নিশ্চিত।

বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা এই অলরাউন্ডার কি আদৌ ওয়ানডে ক্যারিয়ার চালিয়ে যেতে পারবেন, নাকি এটি তাঁর অবসর ঘোষণার সূচনা? সাকিবের অনুপস্থিতি শুধু বাংলাদেশ দলকেই নয়, পুরো ক্রিকেট বিশ্বকেও প্রভাবিত করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট