1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
নারী-ক্রিকেটার

আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। শনিবার (৩০ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ উইকেটের জয় তুলে নেন নিগার সুলতানারা।

প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৫০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রানের সংগ্রহ গড়ে, যা বাংলাদেশের বিপক্ষে তাদের ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রান।
দলের হয়ে অধিনায়ক এমি হান্টার ৮৮ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন। তার ইনিংসটি সাজানো ছিল ৮টি চারের মাধ্যমে। এছাড়া ওরলা প্রেন্ডেরগাস্ট ৩৭ রান এবং লাউরা ডেলানি ৩৩ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে সুলতানা খাতুন সবচেয়ে সফল ছিলেন। তিনি ১০ ওভারে ৩২ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন।

১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। মিরপুরে নারী ওয়ানডে ক্রিকেটে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ১৬৭ রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ফারজানা হক। তিনি ৮৯ বলে সর্বোচ্চ ৫০ রান করেন। এছাড়া সুপ্তা ৬৩ বলে ৪৩ রান করেন। দলীয় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩৯ বলে ৪০ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচের শেষদিকে স্বর্ণা ২৯ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিশ্চিত করেন।

মিরপুরের উইকেটে বাংলাদেশি মেয়েরা দেখিয়েছে দৃঢ়তা ও দলীয় পারফরম্যান্সের সমন্বয়। সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় এবং দ্বিতীয় ম্যাচে রেকর্ড রান তাড়া করে জয় এই সিরিজে বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলেছে।

আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সিরিজ জিতে নিলেও বাংলাদেশ হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট