1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

ম্যাডামের নির্দেশ-৪র্থ শ্রেনীর শিশু শিক্ষার্থীরা নতুন ছাত্র সংগ্রহে ঘুরছে পাড়া মহল্লায়

আরিফ মোল্ল্যা
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

এবার ৪র্থ শ্রেনীর শিশু শিক্ষার্থীদের পাড়া মহল্লাতে পাঠিয়ে আগামী নতুন বছরের জন্য ছাত্র সংগ্রহের কাজ করাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রোববার সকালে কালীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিশু শিক্ষার্থী শহরের কলেজপাড়াতে ভর্তিচ্ছুক নতুন শিশুদের নাম ঠিকানা সংগ্রহের চিত্রটি দেখা গেছে। শিশু শিক্ষার্থীরা বলছে, তাদের বিদ্যালয়ের ম্যাডামরা এ কাজ করার নির্দেশনা দিয়েছেন। এদিকে ক্লাস বন্ধ রেখে ছাত্র সংগহে শিশু শিক্ষার্থীদের দিয়ে এমন  কাজ করানোতে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে রোববার সকালে শহরের কলেজপাড়াতে দেখা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের ইউনিফর্ম পরে হাতে কাগজ ও কলম নিয়ে কয়েকজন শিশু শিক্ষার্থী বাড়ী বাড়ী ঘুরছে। এ কাজে আসা ওই বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর শিশু শিক্ষার্থী মাসিউর রহমান স্বাধীন ও আলিমুজ্জামান জানায়, বিদ্যালয়ের শিক্ষিকা কাকলী ম্যাডাম তাদের পাঠিয়েছেন। তাদেরকে পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের নাম, বাপের নাম, মায়ের নাম ও বয়স ঠিকানা লিখে নিয়ে যেতে বলেছেন। শিশুরা আরো জানায়, ওই  ম্যাডাম এক সপ্তাহ আগে এ কাজ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সে সময়ে ওই কাজ না করাতে আজ (রোববার) স্কুলে গেলে ম্যাডাম বকাবকি করাতে তারা এ কাজে এসেছেন। শিশু শিক্ষার্থীরা আরো জানায়, এ কাজের জন্য ওই বিদ্যালয়ের সাবিনা ও পারভিনা নামের দুই ম্যাডামও তাদের মত আরো অনেক ছাত্রকে বিভিন্ন গ্রামে পাঠিয়েছেন। শিশু ছাত্রদের দিয়ে নতুন ছাত্র সংগহের তালিকা করতে পাঠানো নির্দেশনাকারী শিক্ষিকা কাকলী ম্যাডাম বলেন, স্কুলে ওই ছাত্রদের সাথে আমার দেখাই হয়নি। ওরা কিভাবে আমার নাম বলেছে সেটা আমি বুঝে উঠতে পারছি না।

ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, নতুন ছাত্র সংগ্রহে শিশু শিক্ষার্থীদের পাড়া মহল্লায় পাঠানো ঠিক হয়নি। স্কুল বন্ধের সময়ে কোন এলাকায় শিক্ষকরা গেলে সেই এলাকার ছাত্রদের ডেকে নিতে পারেন। কিন্তু শুধুমাত্র ছাত্রদের পাঠোনোর নির্দেশ শিক্ষকরা দিতে পারেন না। বিষয়টি তিনি জেনে পদক্ষেপ নিবেন বলে জানান।

কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শারমিন নাছিমা বানু বলেন, শিশু শিক্ষার্থী ছাত্রদের দিয়ে নতুন ছাত্র সংগ্রহের কাজ করানো যাবে না। তিনি এখন ছুটিতে আছেন। অফিসে এসে বিষয়টি জেনে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট