1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে

ময়মনসিংহে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা জোরদার

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
ময়মনসিংহের ভারতীয় ভিসা

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনার প্রেক্ষিতে, ময়মনসিংহের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ব্যাপারে ময়মনসিংহের পুলিশ কর্তৃপক্ষ মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রটির নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করেছে।

গুরুত্বপূর্ণ এ ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সদস্যরা সরেজমিনে উপস্থিত রয়েছেন। ভিসা আবেদন কেন্দ্রটির প্রবেশদ্বারে কলাপসিবল গেটের তালা ঝুলতে দেখা গেছে, এবং সেখানে একটি নোটিশ টানানো ছিল, যেখানে বলা হয়েছে, “শুধু পাসপোর্ট বিতরণ করা হচ্ছে, বিতরণের সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।”

দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়নাল আবেদিন জানিয়েছেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সজাগ রয়েছেন। তবে, তিনি উল্লেখ করেন, এখানে কোনো অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা তাদের নেই। পুলিশ কর্তৃপক্ষ সতর্ক থাকলেও, বিষয়টি পর্যবেক্ষণ করে তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) আজিজুল ইসলাম বলেন, “এখানে যতটুকু সম্ভব বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ভিসা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক কিছু পুলিশ রাখা হয়েছে।” তিনি আরও বলেন, এই পদক্ষেপগুলোর মাধ্যমে অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা হবে।

এ অবস্থায়, ময়মনসিংহের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের গ্রাহকরা নির্দিষ্ট সময়ের মধ্যে পাসপোর্ট গ্রহণের সুযোগ পাচ্ছেন, তবে সাধারণ ভিসা আবেদন বা অন্যান্য কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট