1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

ভারতে রেজওয়ানা চৌধুরীর অনুষ্ঠানে বয়কট

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
রেজওয়ানা চৌধুরী

ভারতের পশ্চিমবঙ্গে সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একটি অনুষ্ঠানে অংশগ্রহণকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড়। বাংলাদেশের এই খ্যাতিমান শিল্পীর ২৮ ডিসেম্বর কলকাতার মধ্যমগ্রামের সুভাষ ময়দানে আয়োজিত পরিবেশ সচেতনতার মেলায় গান পরিবেশনার কথা থাকলেও, একাংশের বিরোধিতার কারণে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা।

মধ্যমগ্রামের নাগরিক সমাজের একাংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রেজওয়ানা চৌধুরীর অনুষ্ঠানে বয়কটের আহ্বান জানিয়েছে। ভাইরাল হওয়া এক পোস্টে লেখা হয়েছে, “একজন ভারতীয় নাগরিক হিসেবে অনুরোধ করছি, বাংলাদেশের কোনো শিল্পীকে অনুষ্ঠানে অংশগ্রহণের অনুমতি দেওয়া না হোক। আগে দেশ, তারপর সব।”

পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, “যদি রেজওয়ানা চৌধুরী এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন, তবে আমরা পরিবেশ মেলা বয়কট করব।”

মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে বলেন, “শিল্পীদের নিয়ে বিভাজনের রেখা টানতে চাই না। এটা আমাদের সংস্কৃতি নয়। আমরা যে কোনো দেশের শিল্পীকে শ্রদ্ধা করি। কিছু মানুষ যদি বিভাজনে বিশ্বাস করেন, সেটা তাদের মতামত। তবে, এটি সঠিক নয়।” তিনি আরও জানান, এ বিষয়ে পৌরসভার কাছে আনুষ্ঠানিকভাবে কোনো আপত্তি জানানো হয়নি।

এই ঘটনায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। সঙ্গীতপ্রেমীরা বলছেন, এই ধরনের বিরোধিতা বাঙালি সংস্কৃতির ঐক্য ও সার্বজনীনতাকে আঘাত করছে। রেজওয়ানা চৌধুরী বন্যা আন্তর্জাতিক মঞ্চে বাঙালি গানের একজন প্রভাবশালী দূত। তাকে ঘিরে এমন আচরণ সংস্কৃতির পরম্পরার বিপরীতে।

মধ্যমগ্রামের পরিবেশ সচেতনতার মেলার উদ্বোধনী দিনে রেজওয়ানা চৌধুরীর পারফরম্যান্স এখন পর্যন্ত নিশ্চিত থাকলেও, বয়কটের ডাক পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বিষয়টি নিয়ে আয়োজকরা এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট