1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

ভারতে হোটেল থেকে বাংলাদেশি আম্পায়ারের লাশ উদ্ধার

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
আন্তর্জাতিক-আম্পায়ার-নাজিব-রাসেল-ইসমাইল

দেশের ব্যাডমিন্টন অঙ্গনে আজ শোকের একদিন। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার এবং বিশ্বব্যাডমিন্টন প্যানেলের সদস্য নাজিব রাসেল ইসমাইল ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আম্পায়ারিং করতে গিয়ে হোটেলে ঘুমের মধ্যে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানা জানান, গৌহাটিতে চলমান আন্তর্জাতিক সিরিজে ম্যাচ পরিচালনার জন্য রাসেল সেখানে ছিলেন। শনিবার তার একটি ম্যাচ পরিচালনার কথা ছিল। কোর্টে তার অনুপস্থিতি দেখে আয়োজকরা হোটেলে যান। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় দরজা ভেঙে দেখা যায়, তিনি আর বেঁচে নেই।

ফেডারেশন সূত্রে জানা গেছে, নাজিব রাসেল বিশেষ কোনো রোগে আক্রান্ত ছিলেন না। তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নাজিব রাসেল ইসমাইল ছিলেন দেশের সেরা ব্যাডমিন্টন আম্পায়ার। আন্তর্জাতিক অঙ্গনে তিনি বাংলাদেশের ব্যাডমিন্টনকে পরিচিতি দিয়েছেন। বিশ্বব্যাডমিন্টনের প্যানেলের সদস্য হওয়ার পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন।

রাসেলের জীবনের একটি বড় অংশ জুড়েই ছিল ব্যাডমিন্টন। তিনি কেবল ম্যাচ পরিচালনাতেই নয়, ব্যাডমিন্টনের নিয়ম-কানুন ও কৌশল নিয়ে বিস্তর পড়াশোনা করতেন। ব্যস্ততাপূর্ণ জীবনের মধ্যেও তার অনেক সময় কাটত ব্যাডমিন্টনের বই পড়ে।

তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

নাজিব রাসেলের মৃত্যুতে দেশের ব্যাডমিন্টন অঙ্গন এক অনন্য প্রতিভা হারালো। তার শূন্যতা পূরণ করা সহজ হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট