জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগ তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে সিলেট বিভাগকে ১২ রানে হারিয়ে নিজেদের প্রথম জয় পেয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিলেট একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে তামিম ইকবাল ৩৩ বলে ৬৫ রান করে চট্টগ্রামের ইনিংসকে দুর্দান্ত সূচনা দেন।
চট্টগ্রাম প্রথমে ব্যাট করে ১৫ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে। ওপেনার মাহমুদুল হাসান জয় ১৭ বলে ২৯ রান করেন, এবং তামিম তার ঝড়ো ইনিংসের মাধ্যমে দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১১তম ওভারে আউট হওয়ার আগে তামিম ৮টি চার ও ৩টি ছক্কায় ৩৩ বলে ৬৫ রান করেন।
সিলেটের হয়ে তৌফিক খান তুষার ৩৬ বলে ৭৬ রান করেন, কিন্তু তার ইনিংসটি সিলেটের জয় নিশ্চিত করতে পারেনি। ১১তম ওভারে তার আউটের পর সিলেটের রান চাকা থেমে যায়। ১৪.২ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে সিলেট ম্যাচ হেরে যায়।
চট্টগ্রামের হয়ে হাসান মুরাদ ও নাইম হাসান ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন তামিম। এটি চট্টগ্রামের টুর্নামেন্টে প্রথম জয় এবং সিলেটের জন্য দ্বিতীয় পরাজয়।
এটি চট্টগ্রামের জন্য একটি গুরুত্বপূর্ণ জয়, যা তাদের টুর্নামেন্টে আশার আলো দেখায়।