1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

ঢাকা মহানগরীতে উচ্চমাত্রার হর্ন ব্যবহার নিষিদ্ধ: ডিএমপির নির্দেশনা

মোঃ কবির হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

ঢাকা মহানগরীতে মোটরযানে উচ্চমাত্রার হর্ন ব্যবহার রোধে কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন। এতে নির্দেশনা পালনে ব্যর্থদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ডিএমপি প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা মহানগরীতে চলাচলকারী মোটরযানগুলোতে উচ্চমাত্রার হর্ন ব্যবহার সাধারণ মানুষের জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। পথচারী, যাত্রী, অন্যান্য যানবাহনের চালকসহ নগরবাসী, বিশেষ করে অসুস্থ ব্যক্তিরা এতে স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছেন। এই সমস্যার সমাধানকল্পে সড়ক পরিবহন আইন-২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী চালকদের উচ্চমাত্রার হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

মোটরযানে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত শব্দ তৈরি করা যন্ত্র, যন্ত্রাংশ বা হর্ন স্থাপন বা পুনঃস্থাপন করা যাবে না।বিধি ৮১ অনুযায়ী বহুমুখী শব্দ তৈরি করা, তীব্র বা কর্কশ শব্দের হর্ন এবং আকস্মিক বিকট শব্দ সৃষ্টিকারী যন্ত্রের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। গণবিজ্ঞপ্তি কার্যকর হওয়ার পর থেকে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট চালক, যানবাহন মালিক এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। জনস্বাস্থ্যের সুরক্ষায় এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

ডিএমপির এই নির্দেশনা বাস্তবায়নের ফলে নগরবাসীর জন্য একটি স্বাস্থ্যসম্মত এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অতিরিক্ত শব্দদূষণ কমিয়ে সড়ক পরিবহন ব্যবস্থা আরও নিরাপদ ও আরামদায়ক করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট