গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার সকালে ‘তারা টেক্সটাইল লিমিটেড’-এর শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েন, এবং অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন।
টঙ্গীর ‘তারা টেক্সটাইল লিমিটেড’ কারখানার শ্রমিকদের দাবি, গত মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। চলতি মাসের অর্ধেক পার হলেও বেতন না পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে, ১০ ডিসেম্বর কারখানাটি বন্ধের নোটিশ দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, ১৫ ডিসেম্বর বেতন দিয়ে ১৮ ডিসেম্বর কারখানা খুলে দেওয়া হবে।
তবে শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত দিনে বেতন না দিয়ে আজ নতুন একটি নোটিশে জানানো হয়েছে, ২২ ডিসেম্বর বেতন পরিশোধ করা হবে এবং ২৩ ডিসেম্বর কারখানা চালু করা হবে। এতে ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধে নেমে আসেন।
শ্রমিক রোকেয়া আক্তার বলেন, “কারখানা মালিক প্রায় প্রতি মাসেই বেতন দিতে গড়িমসি করেন। আমরা চাই, দ্রুত বেতন পরিশোধ করে কারখানা খুলে দেওয়া হোক।”
অন্য শ্রমিক আমিনুল ইসলাম জানান, “গতকাল পুলিশ বলেছিল, আমাদের বেতন আদায় করে দেবে। কিন্তু আজও বেতন হয়নি। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছি।”
সকাল থেকে সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রী বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক কৃপা সিন্ধু বালা বলেন, “গতকাল শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”
কারখানা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি বারবার ভঙ্গ হওয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। শ্রমিকদের বেতন ও কারখানা চালুর বিষয়ে দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।