1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পূর্বাচলে পুলিশের তল্লাশিচৌকিতে বুয়েট শিক্ষার্থী নিহত: চালকের শরীরে মাদক সনাক্ত

হোসেন মনির
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েটের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুহতাসিম মাসুদের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রাইভেট কারের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে চালকের শরীরে গাঁজা ও অ্যালকোহলের উপস্থিতি শনাক্ত হয়েছে।

শুক্রবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) গ্রেপ্তার আসামিদের ডোপ টেস্ট করা হয়। জেলা সিভিল সার্জন মশিউর রহমান জানিয়েছেন, প্রাইভেট কারচালক মুবিন আল মামুনের (২০) শরীরে গাঁজা ও অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে। একই সঙ্গে গ্রেপ্তার আরোহী মিরাজুল করিমের (২২) শরীরে অ্যালকোহল পাওয়া গেছে। তবে অপর আসামি আসিফ চৌধুরীর শরীরে কোনো মাদকজাতীয় পদার্থ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পূর্বাচলের নীলা মার্কেট এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে একটি প্রাইভেট কার দ্রুতগতিতে এসে ধাক্কা দেয়। এ সময় তল্লাশিচৌকিতে দাঁড়ানো তিন বুয়েট শিক্ষার্থী গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই মারা যান মুহতাসিম মাসুদ। আহত তাঁর দুই সহপাঠী মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২) বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ প্রাইভেট কারের চালক মুবিন আল মামুন এবং আরোহী মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে আটক করে। তাঁদের প্রাইভেট কার তল্লাশি করে মদের একটি খালি বোতল এবং বিয়ারের একটি ক্যান উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মুবিন আল মামুন মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে। মিরাজুল করিম মিরপুর পীরেরবাগ এলাকার বাসিন্দা রিজওয়ানুল করিমের ছেলে এবং আসিফ চৌধুরী উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাসিন্দা বাহাউদ্দিন চৌধুরীর ছেলে। তিনজনই শিক্ষার্থী বলে জানা গেছে।

রূপগঞ্জ থানা-পুলিশ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে। নারায়ণগঞ্জ আদালতের বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রিমান্ড শুনানির দিন রোববার নির্ধারণ করেছেন।

আজ শুক্রবার দুপুরে বুয়েট শিক্ষার্থীরা পলাশীর মোড়ে এক সংবাদ সম্মেলনে বলেন, মুহতাসিম মাসুদের মৃত্যু কোনো সাধারণ দুর্ঘটনা নয়। এটি বেপরোয়া গাড়ি চালানোর কারণে নির্মম হত্যাকাণ্ড। শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ৬ দফা প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মাদকাসক্ত চালকদের চিহ্নিত করা এবং নিহত শিক্ষার্থীর পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একজন শিক্ষার্থীর এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

মুহতাসিম মাসুদের অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী এবং শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীদের দাবির প্রতি সাধারণ মানুষও সংহতি প্রকাশ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট