1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সিসিবিএলের কর্মকাণ্ডে ডিএসইর অসন্তোষ: শেয়ারবাজারে নতুন জটিলতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
ঢাকা স্টক এক্সচেঞ্জ

শেয়ারবাজারের লেনদেন নিষ্পত্তির প্রক্রিয়া ঝুঁকিমুক্ত ও দ্রুত সম্পন্ন করতে ২০১৯ সালে প্রতিষ্ঠিত সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সিসিবিএল প্রতিষ্ঠার চার বছর পরও কার্যক্রম শুরু করতে না পারায় এর স্বচ্ছতা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সিসিবিএল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তি ঝুঁকিমুক্ত করা এবং কার্যক্রমে গতিশীলতা আনা। তবে সংস্থাটি এখনো কার্যক্রম শুরু করতে পারেনি। দীর্ঘদিন ধরে স্বতন্ত্র পরিচালক নিয়োগসহ অন্যান্য প্রশাসনিক সমস্যার কারণে এর কার্যক্রমে অগ্রগতি হয়নি।

ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিবিএল বর্তমানে সেন্ট্রাল কাউন্টারপার্টি (সিসিপি) প্রযুক্তি কেনার উদ্যোগ নিলেও ডিএসই এ প্রক্রিয়ার ওপর আপত্তি জানিয়েছে। ডিএসইর মতে, বিপুল অর্থ খরচ করে নতুন প্রযুক্তি কেনার পরিবর্তে বিদ্যমান প্রযুক্তি ব্যবহার করেই যৌথভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে।

সিসিবিএলের পর্ষদ গঠনে দীর্ঘ সময় লেগেছে। স্বতন্ত্র পরিচালক নিয়োগেই ৫৩৫ দিন পেরিয়ে গেছে। এ ছাড়া ডিএসই, সিএসই এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) থেকে পর্ষদ সদস্য নিয়োগে বিলম্ব হওয়ায় ১১৮ দিন পর্ষদ সভা অনুষ্ঠিত হয়নি। ফলে কার্যক্রম শুরু করার প্রক্রিয়া বিলম্বিত হয়েছে।

সিসিবিএল সম্প্রতি ভারতের টাটা কনসালট্যান্সির সঙ্গে সিসিপি প্রযুক্তি স্থাপনের চুক্তি করার উদ্যোগ নেয়। তবে ডিএসই এই চুক্তি পর্যালোচনা করার জন্য অনুরোধ জানায়। ডিএসইর সভাপতি মমিনুল ইসলাম বলেন, “সিসিবিএল ও ডিএসই যৌথভাবে কাজ করতে পারে। নতুন প্রযুক্তি কিনতে যে বিপুল অর্থ ব্যয় হবে, তা যৌথ ব্যবস্থাপনায় এড়ানো সম্ভব।”

অন্যদিকে, সিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরহাদ আহমেদ বলেছেন, “ডিএসইর অভিযোগের ভিত্তিতে আমরা পর্ষদ সভায় আলোচনা করে সুনির্দিষ্ট জবাব দিয়েছি। আশা করছি, আলোচনার মাধ্যমে সমাধান হবে।”

সিসিবিএলের মালিকানায় রয়েছে ডিএসই, সিএসই, সিডিবিএল এবং ১২টি ব্যাংক। এর মধ্যে ডিএসইর শেয়ার ৪৫ শতাংশ, সিএসই ও সিডিবিএলের ২০ শতাংশ করে এবং বাকি ১২টি ব্যাংকের শেয়ার ১৫ শতাংশ। ডিএসই ছাড়া অন্য কোনো শেয়ারহোল্ডার সিসিবিএলের কর্মকাণ্ড নিয়ে আপত্তি তোলেনি।

পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, সিসিবিএলের কার্যক্রমে অগ্রগতি আনতে ডিএসইর আপত্তি ও সিসিবিএলের অবস্থানের সমন্বয় করা জরুরি। প্রয়োজনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যস্থতায় বিষয়টির সমাধান হতে পারে।

সিসিবিএল কার্যক্রম শুরু হলে শেয়ারবাজারের লেনদেন নিষ্পত্তি ঝুঁকিমুক্ত হবে এবং সময়ও কমবে। এটি শেয়ারবাজারের কার্যক্রমে নতুন গতিশীলতা আনতে সহায়ক হবে।

সিসিবিএলের প্রশাসনিক ও কারিগরি জটিলতার সমাধান শেয়ারবাজারের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিএসই ও সিসিবিএল যৌথ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট