1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
কালিয়াকৈরে চাঁদার টাকা নিয়ে সংঘর্ষ: কলেজছাত্র নিহত, পিচ্চি আকাশ পলাতক - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

কালিয়াকৈরে চাঁদার টাকা নিয়ে সংঘর্ষ: কলেজছাত্র নিহত, পিচ্চি আকাশ পলাতক

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার উলুসাড়া চকিদারেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আবুল কালাম (২৬)। তিনি কালিয়াকৈরের উলুসারা গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে। আবুল কালাম চন্দ্রা সরকারি কলেজের ছাত্র ছিলেন এবং কালামপুর (খাজারডেক) এলাকার বেলায়েতের বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, উলুসাড়া এলাকায় পিচ্চি আকাশ ও শাহরিয়ার নাফি নামের দুটি পক্ষ আল্লাহর দান নামক বেকারিতে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। শনিবার রাত পৌনে ৮টার দিকে শাহরিয়ার নাফি ও আবুল কালাম তাদের সহযোগীদের নিয়ে বেকারিতে চাঁদা তুলতে যান।

খবর পেয়ে পিচ্চি আকাশ তার দলবল নিয়ে বেকারিতে উপস্থিত হন এবং আবুল কালাম ও শাহরিয়ার নাফির ওপর হামলা চালান। সংঘর্ষে আবুল কালাম গুরুতর আহত হন।

আলহাজ হারুনের বেকারির কর্মীরা আহত আবুল কালামকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, আল্লাহর দান বেকারি কারখানার দখল ও চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবুল কালাম চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ হেফাজতে নিয়ে মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত পিচ্চি আকাশসহ অন্যান্যরা পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চাঁদাবাজি ও স্থানীয় সংঘর্ষের এ ধরনের ঘটনা এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা বেকারির মতো স্থানে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট