1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

কাকরাইল মোড়ে তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের অবরোধ

মোঃ কবির হোসেন
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
কাকরাইল মোড়ে তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের অবরোধ

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলসহ তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রোববার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে প্ল্যাটফর্মটির নেতাকর্মীরা সড়কের মাঝখানে শুয়ে রাস্তা অবরোধ করেন।

অবরোধের ফলে সড়কের যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে অবরোধকারীদের সংখ্যা কম হওয়ায় পাশের রাস্তাগুলো দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল।

এর আগে দুপুর সাড়ে ১২টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চ মিছিল শুরু করে। মৎস্যভবন হয়ে মিছিলটি দুপুর ১টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে পৌঁছায়। সেখানেই আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেডের মুখে নেতাকর্মীরা রাস্তার ডানপাশে বসে পড়েন।

পুলিশ ও এপিবিএন সদস্যরা যমুনা অভিমুখে যাওয়ার রাস্তার দুই পাশে ব্যারিকেড দেন। এ পরিস্থিতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি জানান, প্রধান উপদেষ্টা বা তার প্রতিনিধিদের সঙ্গে দেখা না করা পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন এবং গণঅনশনে বসবেন।

ইনকিলাব মঞ্চের তিনটি প্রধান দাবি হলো, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার, প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

অবরোধ চলাকালে সড়কের পরিবেশ উত্তপ্ত থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে যান চলাচলে অস্থায়ী অসুবিধা দেখা গেলেও বিকল্প রাস্তা দিয়ে যান চলাচল অব্যাহত ছিল।

এই আন্দোলনের প্রেক্ষাপট ও এর পরবর্তী পদক্ষেপের দিকে সবার দৃষ্টি রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট