1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

ইতালিতে ওপেনএআইকে ১৮৭ কোটি টাকা জরিমানা করল কেন?

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
চ্যাটজিপিটির-প্রতীকী-ছবি

ইতালির ডেটা প্রটেকশন এজেন্সি মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইকে ১৫.৫৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৮৭ কোটি টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে) জরিমানা করেছে। সংস্থাটির অভিযোগ, ওপেনএআইয়ের তৈরি জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি গোপনে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। দীর্ঘ তদন্ত শেষে এই জরিমানা করা হয়েছে।

ইতালির ডেটা প্রটেকশন এজেন্সি জানায়, চ্যাটজিপিটির বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। ব্যবহারকারীদের অজান্তে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সেটি চ্যাটজিপিটির প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছিল। কোনো আইনগত ভিত্তি ছাড়াই এ তথ্য ব্যবহার করার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে।

গত বছর থেকেই এ বিষয়ে তদন্ত শুরু হয়। তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, ওপেনএআই তথ্যের গোপনীয়তা সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে।

জরিমানার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। সংস্থার এক মুখপাত্র বলেন, “ইতালিতে ওপেনএআইয়ের আয়ের তুলনায় জরিমানার পরিমাণ প্রায় ২০ গুণ বেশি। আমরা গোপনীয়তার অধিকারকে সম্মান করি এবং বিশ্বব্যাপী গোপনীয়তা নিয়ে কাজ করা কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ।”

চ্যাটজিপিটিসহ জেনারেটিভ এআই প্রযুক্তি বিশ্বব্যাপী দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এর ফলে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা এসব প্রযুক্তির কার্যক্রম এবং তথ্য সংগ্রহের পদ্ধতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ওপেনএআইসহ এআই প্রযুক্তি নির্মাণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ও তাদের কাজের ধরন নিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলো বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।

এই জরিমানা এআই প্রযুক্তি এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য নতুন নজির স্থাপন করেছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের ইঙ্গিত দিচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট