মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে স্মিথের দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে। ভারতের বিপক্ষে ১১তম সেঞ্চুরি করার পথে স্মিথ আজ ১৪০ রান করেন, তবে এক অদ্ভুত আউটের কারণে তাঁর ইনিংস থেমে যায়। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৬ উইকেটে ৩১১, যেখানে স্মিথ অপরাজিত ছিলেন ৬৮ রানে। আজ বাকি চার উইকেটের জন্য আরও ১৬৩ রান যোগ হয়েছে, যার মধ্যে ৭২ রানই স্মিথের।
এই সেঞ্চুরিটি স্মিথের ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি, মেলবোর্নে পঞ্চম, ভারতের বিপক্ষে ১১তম এবং অস্ট্রেলিয়ার মাটিতে ১৮তম। বিশেষ করে, ভারতের বিপক্ষে এই সেঞ্চুরি দিয়ে স্মিথ দেশের বিপক্ষে সবচেয়ে বেশি তিন অঙ্কের ইনিংসের রেকর্ড গড়েছেন। এর আগে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ছিল ইংল্যান্ডের জো রুটের—যিনি ৫৩ ইনিংসে ১০টি সেঞ্চুরি করেছিলেন। তবে স্মিথ তার আগের ইনিংসে ১০১ রান করার পর এবারের সেঞ্চুরিটি করে রুটকে ছাড়িয়ে যান মাত্র ৪৩ ইনিংসে।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে স্মিথের পর দ্বিতীয় সর্বোচ্চ অবদান ছিল মারনাস লাবুশেনের ৭২ রান। গতকাল প্রথম দিন স্যাম কনস্টাস (৬০) ও উসমান খাজা (৫৭) বড় ইনিংস খেলেছিলেন। আজ প্যাট কামিন্সও ফিফটির কাছাকাছি পৌঁছালেও ৪৯ রানে জাদেজার বলে ক্যাচ দিয়ে থেমে যান।
অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের সংগ্রহ ভারতের জন্য কঠিন চ্যালেঞ্জ, এবং এই ইনিংসের পর ভারতের সামনে নিজেদের ব্যাটিং শক্তি এবং কৌশল নিয়ে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।