বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে আবাহনী এবং রহমতগঞ্জ দুটি দলই বড় জয় তুলে নিয়েছে। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে ২-০ ব্যবধানে হারিয়ে চতুর্থ জয় লাভ করেছে আবাহনী। আর গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্সকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিচ্ছে রহমতগঞ্জ।
মাঠে নামার পরেই আবাহনী তাদের শক্তিশালী খেলা দেখিয়ে শুরু করেছিল। ম্যাচটি ছিল আবাহনী এবং বাংলাদেশ পুলিশ এফসি’র মধ্যে। প্রথম গোলটি আসে ২২ মিনিটে, যখন আরমান ফয়সাল মানিক মোল্লার পাস থেকে বক্সের ভিতর থেকে বাঁ পায়ে প্লেসিং শটে গোল করেন। এরপর পুলিশ ফোর্সের দুই ডিফেন্ডারের ভুলের কারণে ৮৮ মিনিটে দ্বিতীয় গোলটি আসে, শাহরিয়ার ইমন ডান পায়ে দ্বিতীয় গোলটি করে তাদের জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে, এক সমর্থক আবাহনীর পতাকা ওড়াতে মাঠে ঢুকে পড়েন। তাঁর মুখে দেখা যায় চওড়া হাসি, যা পুরো দলটির উত্তেজনা ও গর্বের মুহূর্তকে প্রকাশ করছিল।
অন্যদিকে, রহমতগঞ্জ ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে ৬-১ ব্যবধানে জয় পেয়েছে। রহমতগঞ্জের খেলোয়াড় স্যামুয়েল বোয়েটাং দুটি গোল করেছেন। তার সঙ্গে আরো গোল করেছেন সাব্বির, তাজ উদ্দিন, নাবিব নেওয়াজ ও হাওলাদার। ফকিরেরপুলের তুরায়েভ একমাত্র গোলটি করেন, কিন্তু তাতে দলটির বড় হার এড়ানো সম্ভব হয়নি।
রহমতগঞ্জের দুর্দান্ত জয় তাদের আত্মবিশ্বাসী করেছে, এবং দলটি এখন পয়েন্ট তালিকার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।
পাঁচ ম্যাচের পর, রহমতগঞ্জ এবং আবাহনী দুটি দলই ৯ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে রয়েছে, তবে গোল গড়ে এগিয়ে রহমতগঞ্জ দ্বিতীয় স্থানে রয়েছে। আবাহনী তৃতীয় স্থানে রয়েছে। বর্তমানে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মোহামেডান, যারা পাঁচ ম্যাচে জয়লাভ করেছে।
এ মৌসুমে বিদেশি খেলোয়াড় ছাড়াই আবাহনী একটি শক্তিশালী দল হিসেবে পরিচিতি লাভ করেছে। কোচ মারুফুল হকের অধীনে দলটি এখন পর্যন্ত বেশ ভালো শুরু করেছে। তাদের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে ফকিরেরপুল ও ওয়ান্ডারার্সের বিরুদ্ধে জয় লাভ করার পর, বসুন্ধরা কিংসকে পরাজিত করে তারা ফিরে আসে জয়ধারায়। আবাহনীর অন্যতম তারকা আরমান ফয়সাল ম্যাচসেরা নির্বাচিত হন, তার দুই গোলই আবাহনীর জয় নিশ্চিত করেছে।
রহমতগঞ্জের এই মৌসুমে শক্তিশালী দল গঠিত হয়েছে। প্রথম দুই ম্যাচে জয় লাভের পর, তারা বসুন্ধরা কিংসের বিপক্ষে হারলেও পরবর্তী ম্যাচগুলোতে তারা দুর্দান্ত পারফর্ম করেছে। আজকের বড় জয়ের ফলে, রহমতগঞ্জ এখন প্রিমিয়ার লিগে তাদের অবস্থান আরো দৃঢ় করেছে।
এইভাবে, প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে আবাহনী এবং রহমতগঞ্জ একে অপরের সঙ্গে সমান পয়েন্টে অবস্থান করছে। আগামী ম্যাচগুলোতে তারা কিভাবে পারফর্ম করবে তা দেখার অপেক্ষায় থাকবে ফুটবলপ্রেমীরা।