1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা পিরোজপুরে আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত কাহারোলে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ, দোয়া ও ভোট চাইলেন মতিউর রহমান কালীগঞ্জে গ্রামীণ সড়ক নির্মাণে ঠিকাদারের অবহেলা: ৭ গ্রামের মানুষের চরম ভোগান্তি না‌জিরপু‌রে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি

তাসনিয়া ফারিণের নতুন বছরে নতুন চমক!

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
তাসনিয়া ফারিণ

বাংলা সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এ বছর গানে তার অভিষেক ঘটিয়েছেন এবং ব্যাপক সাড়া ফেলেছেন। তাহসান খান-এর সঙ্গে তার গাওয়া গান ‘রঙে রঙে রঙিন হব’ ছিল বেশ কিছুদিন ধরে ট্রেন্ডিং এবং প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। সেই সাফল্যের পর, অভিনেত্রী তাসনিয়া ফারিণ নতুন বছরে আরও একটি গান উপহার দিতে যাচ্ছেন, যা নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।

সম্প্রতি ‘কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ’ (সিজেএফবি)-এর পুরস্কার আসরে নিজের নতুন পরিকল্পনা জানিয়েছেন তাসনিয়া। অনুষ্ঠানটিতে উপস্থিত হয়ে তিনি একটি পুরস্কারও লাভ করেছেন। পুরস্কার নিয়ে অভিনেত্রী বলেছেন, ‘আমি খুবই ভাগ্যবান যে আমার হাতেও একটি পুরস্কার উঠেছে। যদিও আমি শেষ মুহূর্তে কোনও কিছু পছন্দ করি, তবুও এটি আমার জন্য বিশেষ।’

নতুন বছরে তাসনিয়া ফারিণের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। তিনি জানান, ‘আমি নতুন বছর উদ্‌যাপন করি না, তবে বছরের শেষে নিজেকে পুনর্মূল্যায়ন করি। আমি আগামী বছর একটি গান প্রকাশ করতে যাচ্ছি, যা নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত। তবে এটি তাহসান ভাইয়ের সঙ্গে নয়, এতে চমক রয়েছে।’

এছাড়া, সিনেমা নিয়েও তার চিন্তা রয়েছে। তাসনিয়া বলেন, ‘ভালো সিনেমা হচ্ছে, আমি অবশ্যই ভালো সিনেমার অংশ হতে চাই। আগামী বছরে আমার একটি নতুন সিনেমার পরিকল্পনা রয়েছে, তবে শুটিং শুরু না হওয়া পর্যন্ত কিছু বলতে চাই না।’

অভিনেত্রী আরও জানান, তিনি নতুনদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চান। নতুন বছর নিয়ে তার বেশ কিছু পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ভালোবাসা দিবসের একটি কাজ এবং একটি ছবি রয়েছে। তিনি বলেন, ‘চেষ্টা করছি ভালো কিছু করতে।’

তাসনিয়া ফারিণের এই উজ্জ্বল ভবিষ্যত এবং তার সৃজনশীল পরিকল্পনা তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট