1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

বিপিএলে ‘টাইমড আউট’: মিরাজের স্পিরিট অব ক্রিকেটের দৃষ্টান্ত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
মিরাজের স্পিরিট অব ক্রিকেটের দৃষ্টান্ত

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইমড আউট’ করে আলোচনায় এসেছিলেন সাকিব আল হাসান। সেই ঘটনার পর আবারও ‘টাইমড আউট’ দেখা গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ, তবে এবার সাকিবের মতো কঠোর পদক্ষেপ নেননি খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিপিএলের চলমান ম্যাচে খুলনা টাইগার্স ২০৪ রানের লক্ষ্য দেয় চিটাগাং কিংসকে। ইনিংসের সপ্তম ওভারে মোহাম্মদ নাওয়াজ বল করতে আসেন এবং প্রথম বলেই হায়দার আলিকে সাজঘরে পাঠান। এরপর মাঠে ব্যাট করতে নামেন বিদেশি ক্রিকেটার টম কর্নেল। তবে, নির্ধারিত সময়ের মধ্যে মাঠে আসতে দেরি হয়ে যায় কর্নেলের, ফলে খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আম্পায়ার তানভীর আহমেদের কাছে ‘টাইমড আউট’ আবেদন করেন।

আম্পায়ার তার সিদ্ধান্তে সাড়া দেন এবং কর্নেলকে ‘টাইমড আউট’ ঘোষণা করা হয়। তবে, এখানেই থামেননি মিরাজ। তিনি স্পিরিট অব ক্রিকেটের দৃষ্টান্ত দেখিয়ে নিজে কর্নেলকে ডেকে আনেন। কর্নেলও ‘থামসআপ’ ইশারা দিয়ে মিরাজের ভালো মনোভাবের প্রতি সম্মান জানান। মাঠের বাইরে কিংস কর্ণধার সামির কাদের চৌধুরীও কিছুটা স্বস্তিতে দেখা যান, কেননা মিরাজের এই উদার মনোভাব সবার প্রশংসা কুড়িয়েছে।

‘টাইমড আউট’ বিষয়টি যে সাকিব আল হাসান বিশ্বকাপের পর আলোচনায় এনেছিলেন, সেই মুহূর্তে তাঁর সিদ্ধান্ত অনেকটাই সমালোচিত হয়েছিল। কিন্তু মিরাজের এই আচরণ বিপিএলে ক্রিকেটের খেলোয়াড়ী মনোভাবের পরিচায়ক, যা খেলাধুলার আদর্শ এবং স্পিরিটকে তুলে ধরে।

এ ঘটনাটি সবার কাছে একটি শিক্ষা হিসেবে আসবে, যেখানে ন্যায্যতার পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্কও গুরুত্বপূর্ণ। মাঠের বাইরে কিংবা মাঠে ক্রিকেট যে একটি সম্মানজনক খেলা, এটি আবারও প্রমাণিত হলো মিরাজের উদার আচরণে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট