1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল বাংলাদেশ-পাকিস্তান আঞ্চলিক জোট: ইসলামাবাদ ‘উন্মুক্ত’ হওয়ার ইঙ্গিত দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পরিকল্পনা প্রকাশ তানোরে নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু খুলনায় বিএনপি নেতা গাজী এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সরকারি কর্মচারীদের বিদেশি নাগরিকত্ব গ্রহণ নিয়ে দুদকের পদক্ষেপ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
দুর্নীতি দমন কমিশন (দুদক)

দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারি কর্মচারীদের বিদেশি নাগরিকত্ব এবং পাসপোর্ট গ্রহণের বিষয়টি অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, পুলিশের বিশেষ শাখা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে চিঠি পাঠানো হয়েছে। বুধবার ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দণ্ডবিধির ২১ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ২ নম্বর ধারা এবং ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ১১০ ধারাসহ সংশ্লিষ্ট অন্যান্য আইনের আওতায় সরকারি কর্মচারীদের বিদেশি নাগরিকত্ব গ্রহণ নিষিদ্ধ।
এই বিধানের আওতায় রয়েছেন, প্রতিরক্ষা বিভাগের কমিশন্ড কর্মকর্তা, আদালতের বিচারক ও কর্মচারী, সরকারি রাজস্ব খাত থেকে বেতনভুক্ত কর্মচারী, স্বায়ত্তশাসিত, স্বশাসিত ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি।

দুদক মহাপরিচালক বলেন, এসব ব্যক্তি ‘পাবলিক সার্ভেন্ট’ হিসেবে বিবেচিত হন এবং আইন অনুযায়ী বিদেশি নাগরিকত্ব গ্রহণ তাঁদের জন্য সম্পূর্ণ অবৈধ।

আক্তার হোসেন জানান, সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, কিছু সরকারি কর্মচারী তথ্য গোপন করে ভিন্ন দেশের পাসপোর্ট গ্রহণ ও ব্যবহার করছেন। তাঁরা অবৈধ সম্পদ গোপনে বিদেশে পাচার এবং ভোগ করার জন্য একাধিক পাসপোর্ট ব্যবহার করছেন। এ ধরনের কার্যকলাপ দুর্নীতি দমন আইনের স্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও উল্লেখ করেন, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ গোপনে বিদেশে পাচার করার উদ্দেশ্যে সরকারি কর্মচারীরা বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে থাকেন। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে।

সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে সরকারি কর্মচারীদের নাগরিকত্ব ও পাসপোর্টের তথ্য চাওয়া হয়েছে। সন্দেহভাজন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে তদন্ত চালাচ্ছে দুদক। সরকারি চাকরি আইন ৪০ ধারার আওতায় তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দুদক এই ধরনের কার্যকলাপ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে। বিদেশি নাগরিকত্ব গ্রহণ এবং পাসপোর্ট ব্যবহারের মাধ্যমে দুর্নীতির বিস্তার রোধে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগের তাগিদ দিয়েছে সংস্থাটি।

সরকারি কর্মচারীদের বিদেশি নাগরিকত্ব গ্রহণ শুধু আইনবিরোধী নয়, বরং এটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সুশাসনের জন্য বড় প্রতিবন্ধক। দুদকের এই উদ্যোগ সরকারি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট